|
---|
উজির আলী,নতুন গতি, চাঁচল: দেবীগঞ্জ যুব ঐক্য পরিচালিত ফুটবল টুর্নামেন্টে ফাইনালে পৌঁছালো দক্ষিন শহ আদিবাসী ক্লাব। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে তারা কাপাসিয়া হাঙ্গামা ক্লাব একাদশকে ট্রাইবেকারে ১-০ গোলে পরাস্ত করে ম্যান অব দ্য ম্যাচ হন জয়ী দলের রবি সরেন। ফেব্রুয়ারী দ্বিতীয় দিনে ফাইনালের মুখোমুখি হবে দক্ষিন শহর আদিবাসী ক্লাব বনাম জিতারপুর আদিবাসী ক্লাব। এলাকার ফুটবল প্রেমীদের উল্লাসিত করার জন্যে ফাইনাল সূচনা পূর্বে অনুষ্ঠিত মহিলা ফুটবল প্রতিযোগিতা বলে কমিটি সূত্রে খবর।