বর্ধমান ছোটনীলপুর হযরত মানিকপীর বয়েজ হোস্টেলের উদ্যান” দারুস সালাম” (শান্তিনিকেতন) শুভ উদ্বোধন হলো।

নিজস্ব সংবাদদাতা – ১৫ ফেব্রুয়ারী,বুধবার বর্ধমান ছোটনীলপুর হযরত মানিকপীর মুসলিম বয়েজ হোস্টেলের নিজস্ব উদ্যান “দারুস সালাম “(শান্তিনিকেতন) শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ডের মুখ্য নির্বাহী আধিকারিক জনাব এহসান আলী – ডাবলু বি সি এস (এক্সিকিউটিভ)। ফলক উন্মোচনের মধ্যে দিয়ে উদ্যানের উদ্বোধন হয়। গৌরবময় উপস্থিতি ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের সদস্য আক্তার উজ্জামান খান সহ দপ্তরের আধিকারিক মোদাসার সাহেব, উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আইনজীবী আজিজুল হক মন্ডল, সম্পাদক বিশিষ্ট সমাজসেবী সেখ মনোয়ার হোসেন মতাওয়ালী শেখ নাসির বাদল, সদস্য সামিরুল ইসলাম প্রমুখ। সম্পাদক শেখ মনোয়ার হোসেন জানালেন ১১০ নং ছাত্র এই হোস্টেলে আবাসিক হিসেবে থাকতে পারে, একাদশ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ছাত্রদের আবাসিক থাকার যোগ্যতা থাকলেই ভর্তি নেওয়া হয়। সম্পাদক শেখ মনোয়ার হোসেন আরো জানালেন ছাত্রদের পরিবেশ বিষয়ে আরো বেশি আত্মনিয়োগ করার উদ্দেশ্যে “একটি গাছ একটি প্রাণ নয় বহু প্রাণ”স্লোগানকে সামনে রেখে উদ্বুদ্ধ করার উদ্দেশ্য নিয়ে ক্ষুদ্র প্রচেষ্টা নিজস্ব একটি ছোট্ট উদ্যান “দারুস সালাম” যা ফার্সি শব্দ অর্থ “শান্তি নিকেতন ” উদ্বোধন হলো। ওয়াকফ বোর্ডের মুখ্য নির্বাহী আধিকারি আহসান আলী জানালেন যে পশ্চিমবাংলায় ওয়াকাফ সম্পত্তি গুলি রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত বিভিন্ন জেলা পরিদর্শন করতে হয়। এবং এই জেলায় ওয়াকফ বোর্ডের ত্রুটি আবাসিক ছাত্রাবাস আছে একটি বয়স একটি গার্লস নিয়মমাফিক পরিদর্শন করা হচ্ছে এবং আমি হযরত মানিকপীর মুসলিম ছাত্রাবাস থেকে খুবই সন্তুষ্ট আগামী দিন কোন প্রকল্প সুযোগ এলে নিশ্চয়ই দেওয়া হবে। সিইও এহসান আলী ছাত্রদের সাথে তাদের অভাব অভিযোগের কথা শুনেন ছাত্ররা পড়াশোনার স্বার্থে একটি পাঠাগার সাইকেল স্ট্যান্ড বিশুদ্ধ জলের মেশিন ও অভিভাবকদের জন্য একটি অতিথিশালা দাবি তোলেন। সিইও এসান আলী ছাত্রদের দাবি প্রসঙ্গে একটি বিশুদ্ধ জলের মেশিন ও একটি সাইকেল স্ট্যান্ড করার বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানালেন।

    সম্পাদক সেখ মনোয়ার হোসেন ছাত্রাবাসের রান্নাঘর টি কর্কেটের ছাউনী হওয়ায় হনুমানের উৎপাতে বারবার ভেঙে যাচ্ছে বলে জানালেন এবং তিনিও সিইও এহসান আলীকে রান্নাঘরটি ঢালাই করার জন্য আবেদন করেন।