রাজনগরে সরস্বতী পূজার থিমে গাছ কাটার বিরুদ্ধে বার্তা

 

    খান আরশাদ, বীরভূম:

    বিশ্ব উষ্ণায়নের যুগে গাছ কাটার বিরুদ্ধে বার্তা রাজনগরে সরস্বতী পূজোয়
    বীরভূমের রাজনগরে মাহাতোপাড়া রথতলা কমিটির উদ্যোগে লালাপাড়ায় বিশ্ব উষ্ণায়নের যুগে গাছ কাটার বিরুদ্ধে সরস্বতী পুজোর থিম ‘বৃক্ষ নিধনের কুফল’। গাছ কেটে ফেললে পরিবেশে তার যে চরম প্রভাব পড়ে এবং গাছের সংখ্যা কমে গেলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমার পাশাপাশি বন্যপ্রাণিদেরও প্রাণ হানি ঘটে। এটাই এখানে থিম এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। যার ভূয়সী প্রশংসা করলেন রাজনগরের রেঞ্জার কুদরতে খোদা ও অ্যাসিস্ট্যান্ট রেঞ্জার হালিমা খাতুন। বৃহস্পতিবার এই উপলক্ষে স্থানীয়দের মধ্যে ফল গাছের চারাও বিতরণ করা হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে। রাজনগরের রেঞ্জার কুদরতে খুদা এ বিষয়ে বলেন যেভাবে গাছই আমাদের জীবন এবং যেভাবে এখানকার পূজা কমিটির উদ্যোক্তারা পূজার মধ্য দিয়ে গাছ কাটার বিরুদ্ধে বার্তা দিচ্ছেন সেটা খুবই তাঁর খুবই ভালো লেগেছে। রাজনগর বন দপ্তর সবসময় এদের পাশে আছে বলে জানান রেঞ্জার কুদরতে খোদা।
    অ্যাসিস্ট্যান্ট রেঞ্জার হালিমা খাতুন জানিয়েছেন তাঁর এখানে এসে খুবই ভালো লাগছে, যে বিশ্ব উষ্ণায়নের যুগে এ ধরনের সমাজ সচেতনতার বার্তা তারা যে দিচ্ছেন এটা খুবই ভালো একটা দিক। এখানে সচেতনতার বার্তা যে দেওয়া হয়েছে সেটা আশা করা যায় অনেক মানুষেরই কাজে লাগবে।
    দর্শনীয় এই থিম দেখতে ভিড় জমাচ্ছেন এলাকা সহ আশেপাশের বহু মানুষ।