|
---|
বীরভূম: সিভিক ভলেন্টিয়ারের সাহায্যে অবশেষে মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাটে। জানা যায় ছাত্রী রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রেজিনা খাতুন। বাড়ি রামপুরহাটের দাদপুরে।
অ্যাডমিট কার্ড না থাকার কারণে প্রথমে ওই ছাত্রীকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। পরীক্ষা কেন্দ্র থেকে ওই ছাত্রীর বাড়ি কম করে ছয় কিলোমিটার দূরে। সেই সময় রামপুরহাট মর্নিং গার্লস স্কুলের গেটে থাকা সিভিক ভলেন্টিয়ার বিদ্যাপতি ঘোষ নিজের মোটর বাইক নিয়ে ছুটে যান ওই ছাত্রীর বাড়িতে এবং সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পুনরায় পরীক্ষা কেন্দ্রে আসেন। তারপরেই ওই ছাত্রী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অনুমতি পায়।
এই কর্তব্যপরায়ণতা দেখে ওই পরীক্ষার্থী এবং অন্যান্যরা খুশি হন।