রানাঘাটের শিল্পীর আঁকা ছবি এবার পাড়ি দিল নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে

নিজস্ব সংবাদদাতা : রানাঘাটের শিল্পীর আঁকা ছবি এবার পাড়ি দিল নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে। শিল্পীর নাম সঞ্জু কুন্ডু, বাড়ি নদিয়ার রানাঘাট থানার মাহুত পাড়া এলাকায়। সে পেশাগতভাবে একজন চিত্রশিল্পী। এর আগে তার হাতে আঁকা চিত্র বিভিন্ন প্রান্তে গিয়েছে। নিজে স্টুডিওতেই ছোট থেকে বড় সমস্ত বয়সের ছাত্রদের আঁকা শেখান তিনি। সোশ্যাল মিডিয়াতে তার নিজস্ব একটি পেজও রয়েছে। গত দুমাস আগে সুমনা চক্রবর্তীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় ওই যুবকের সাথে, তার হাতে আঁকা বিভিন্ন চিত্র দেখে খুবই ভালো লাগে সুমনা চক্রবর্তীর। তারপরেই কাজের বরাত মেলে। সুমনা চক্রবর্তী নামে প্রবাসী ওই মহিলা কর্মসূত্রে থাকেন নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে। বাগান নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সঞ্জু এবং সুমনা দুজনেই রয়েছেন। ওখান থেকেই পরিচয় হবার পর ছবি দেখে সন্তুষ্ট হয়ে তাকে কাজের বরাত দেন সুমনা।দুমাসের চেষ্টায় সঞ্জু ক্যানভাসের উপর এক্রেলিক রং দিয়ে ফুটিয়ে তুলেছেন তাদের পারিবারিক ছবি। আগামী সোমবার কুরিয়ারের মাধ্যমে পাড়ি দেবে তার এই হাতে আঁকা ছবি। কিন্তু ছোট থেকেই নিজে ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল, তার তা থেকেই বড় হওয়া। এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। ২০১৯ সালে পাশ করবার পর সেই থেকেই ছবি আঁকা চালিয়ে যাচ্ছেন।ছোট থেকেই বাচ্চাদের বিনামুল্যে ছবি আঁকা শেখানোর মাধ্যমেই তাঁর শিল্পচর্চা হয়, এবং এর ফলে সামাজিক পরিচিতিও লাভ করেন তিনি। দীর্ঘ ১০ বছর গরীব দুস্থ বাচ্চাদের বিনামুল্যে আঁকা শিখিয়েছেন তিনি। এখনও শিল্প কলা চর্চায় আগ্রহী কোনও দুঃস্থ শিশু তাঁর কাছে গেলে তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই ছবি আঁকা শেখান।প্রতিবছর শিশুদের নিয়ে নানান সাংস্কৃতিক, শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে এলাকা তথা রানাঘাটবাসীকে নতুন নতুন ধারনা দিচ্ছেন এবং সুন্দর সুস্থ সমাজ গঠনে চেষ্টা করছেন তিনি। তার কথায় শিশুরাই আগামীর ভবিষ্যত। তাঁদের মানসিক বিকাশ যদি না হয়, তারা সুন্দর পরিবেশ যদি না পায় তাহলে আগামী দিনে ভয়ংকর দিন অপেক্ষা করছে৷ তাই তিনি এলাকার তাঁরই বয়সী শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে নিরন্তর সুস্থ চেতনার উন্মেষ ঘটাচ্ছেন।তার ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে গেলেও এই প্রথম বিদেশের মাটিতে পাড়ি দিচ্ছে তার এই হাতে আঁকা ছবি স্বভাবতই গর্বিত সঞ্জু এবং তার মা।