|
---|
নিজস্ব প্রতিবেদন: অনলাইনে পরীক্ষার (Online Exam) দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva-Bharati University)। বিক্ষোভকারীদের কড়া ধমক দিলেন এক অধ্যাপক। তবে গতকাল অফলাইন পরীক্ষা না হতে পারলেও, এদিন তা হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva-Bharati University) জানিয়েছে, অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই নেই। একদল পড়ুয়ার দাবি, অনলাইনেই পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আরেকদল পড়ুয়ার দাবি, অনলাইনের কোনও প্রয়োজন নেই। অফলাইন পরীক্ষা দিতে তাদের কোনও আপত্তি নেই। বুধবার সকালে এনিয়েই দু’পক্ষের বাদানুবাদ, ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর।