|
---|
খান আরশাদ, বীরভূম :ট্রেনের মধ্যে হারিয়ে যাওয়া দুটি মোবাইল উদ্ধার করে রাজনগরে মোবাইল মালিকদের হাতে ফেরাল সীতারামপুর GRP ।গত 19 শে ফেব্রুয়ারি বীরভূমের রাজনগরের দামপাড়া গ্রামের মোহাম্মদ ফাইজুল হক ও খাসবাজার গ্রামের মোচন ভান্ডারী নামে দুই যুবক কুলটি থেকে বর্ধমান যাচ্ছিল ট্রেনে করে। এরই মাঝে ট্রেনের মধ্যে ওই দুই যুবকের মোবাইল দুটি হারিয়ে যায়। ওই দুই যুবক সীতারামপুর জিআরপিতে লিখিতভাবে বিষয়টি জানায় ।এরপর সিতারামপুর জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক SI ইস্তাক হোসেনের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয় । দীর্ঘ কয়েক মাস পর মোবাইল দুটি উদ্ধার করে রাজনগরে ওই দুই যুবকের হাতে ফিরিয়ে দিলেন সিতারামপুর জিআরপির SI ইস্তাক হোসেন ।মোবাইল পেয়ে খুশি ওই দুই যুবক। তারা তাদের মোবাইল পেয়ে ফেরত পেয়ে ধন্যবাদ জানিয়েছে এসআই ইস্তাক হোসেনকে।