|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: নিত্যনৈমিত্তিক পেট্রোপন্য, ঔষধ, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৬ ই জুন বীরভূম জেলার সর্বত্র বুথ সহ অঞ্চলে অঞ্চলে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।অনুরূপ ভাবে বড়রা অঞ্চল তৃনমূল কংগ্রেসের ডাকে ও সুসজ্জিত মিছিল বের হয় এবং স্থানীয় বাজার এলাকা পরিক্রমা করে পথসভা অনুষ্ঠিত হয়।এদিন ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার দাবি ও তোলা হয় বিক্ষোভ মিছিল থেকে। বক্তারা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সহ দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।মিছিলে উপস্থিত ছিলেন বড়রা অঞ্চল তৃনমূল কংগ্রেসের আহ্বায়ক সেখ জয়নাল, মহিলা ব্লক নেত্রী কেনিজ রাসিদ সহ অন্যান্য নেতৃত্ব।