তৃনমূল দলের কোনো নীতি, আদর্শ নেই বল্লেন মুকুল রায়।

নতুন গতি নিউজ ডেস্ক : তৃণমূলে থাকার সময় সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা করতে না দেওয়া ভুল ছিল বলে এদিন শ্রীরামপুরে আরো একবার স্বীকার করেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন,একটাও শিল্প হয়নি মমতার আমলে। বেকার যুবকরা কাজ চায় কাজ। ভুল আন্দোলন করে টাটাকে তাড়িয়ে ছিলেন মমতা। আমার জানা আছে একটা বিধ্বংসী আন্দোলন করে পশ্চিমবঙ্গ বিধানসভায় নেতৃত্ব দিয়ে ভাঙিয়েছিলেন তার নাম মমতা বন্দোপাধ্যায়।

    এটা সত্যিই যে সে সময় মমতা কে সঙ্গো দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে দেখছি, সেই সময় আন্দোলন করা ভুল হয়েছিল। আগামীদিনে তৃনমূল কংগ্রেস দল বিরল উপজাতি প্রাণীতে পরিনত হবে। কারণ তৃনমূল দলের কোনো নীতি, আদর্শ নেই। শুধু মোদী ও বিজেপি কে গালাগালি দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই।