জামালপুরে যুব সভাপতির নির্দেশে ব্লকে রিলিফ ক্যাম্প করে মানুষের হাতে পানীয় জল তুলে দেওয়া হয়

সেখ সামসুদ্দিন : ৩০ এপ্রিল, রাজ্যের মুখ্যমন্ত্রী এই তীব্র গরমে পথ চলতি রাজ্যের মানুষকে কিছুটা স্বস্তি দিতে জলসত্র করে পানীয় জল দেওয়ার কথা বলেন। তারই পরিপ্রেক্ষিতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে অস্থায়ী রিলিফ ক্যাম্পের মাধ্যমে পথ চলতি মানুষের হাতে পানীয় জল তুলে দেওয়া হয়। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে জেলা যুব সভাপতির নির্দেশে ব্লকের বিভিন্ন স্থানে অস্থায়ী রিলিফ ক্যাম্প করে মানুষের হাতে পানীয় জল তুলে দেওয়া হয়। জামালপুর বাসষ্ট্যান্ডে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, মিঠু পাল, কানন মালিক সহ অন্যান্যরা। পথ চলতি মানুষের হাতে মিনারেল ওয়াটার, ফ্রুট জুস তুলে দেওয়া হয়।