|
---|
নিজস্ব সংবাদদাতা : ৩০এপ্রিল, বর্ধমানে পবিত্র ঈদ উপলক্ষে প্রশাসনিক মিটিং অনুষ্ঠিত হলো বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামের মিটিং হলে, উপস্থিত ছিলেন আই সি, বর্ধমান সদর থানা, এস ডি পি ও হেড কোয়াটার, এস ডি পি ও ট্রাফিক , সদর মহকুমা শাসক, বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারপারসন, বর্ধামান সদরদক্ষিণ বিধায়ক,৩৫ টা ওয়ার্ড এর কাউন্সিলর গন, বিশিষ্ঠ সমাজ সেবি গন, বর্ধমান ঈদ সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সমাজসেবী শেখ মনোয়ার হোসেন ও বিভিন্ন ঈদকমিটির সম্পাদক /সভাপতি ও মসজিদগুলি ইমামগণ। ঈদ সমন্বয় কমিটির সম্পাদক শেখ মনোয়ার হোসেন জানালেন যে, বর্ধমান শহরে ৫৩ জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তারমধ্যে বর্ধমান টাউন হল ময়দানে সবথেকে বড় জামাত অনুষ্ঠিত হয় এবছর ৮:৩০ মিনিটে জামাতে নামাজ হবে। এছাড়াও বড়বাজার মসজিদ ও সংলগ্ন বি সি রোড, কালনা গেট বন মসজিদ ঈদ ময়দান ,পীরবাহারাম ঈদ ময়দান, রশিকপুর ঈদ ময়দান (চিলড্রেন পার্ক), ছোটনীলপুর ঈদ ময়দান ,গোলাহাট ঈদ ময়দান , ডাঙ্গাপাড়া ঈদ ময়দান, খালাসি পারা ঈদ ময়দান, সরাইটিকর ঈদ ময়দান, কৃষ্টপুর ঈদ ময়দান, মিরছোবা ঈদ ময়দান, বৈকন্ঠপুর ২ অন্তর্গত পেমরা ঈদ ময়দানে,এ বড় জামাত হবে, এবং বর্ধমান এ একমাত্র মহিলাদের বড় জামাত হবে গোদায়, যা পুরুষদের মসজিদের নিচে মহিলাদের মসজিদের দোতালায়, এছাড়াও বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।