|
---|
সংবাদাতাঃ বাঁকুড়া জেলার হাট আশুড়িয়াতে কাশ্মীরে শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আজ বাঁকুড়ার হাট আশুড়িয়া গ্রামের যুবক বৃন্দ মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলের আয়োজন করেন ।এই মিছিলে এলাকার হিন্দু মুসলিম যুবক বৃন্দ অংশ গ্রহন করেন।শহীদদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে সারালি মোড়ে দু মিনিট নীরবতা পালন করেন।পথচলতি মানুষও এই নীরবতা পালনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন।