মাওবাদী সন্দেহে শান্তিনিকেতন থেকে গ্রেফতার হলো বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র

দেবজিৎ মুখার্জি, বীরভূম: মাওবাদী সন্দেহে রবিবার সকালে শান্তিনিকেতন থেকে স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হলো বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র টিপু সুলতান ওরফে মুস্তফা কামাল।

    উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বারের জন্য গ্রেপ্তার হলো টিপু। এর আগে ২০১৯ ও ২০২১ সালে মাওবাদী সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছিল। যদিও জামিনে ছাড়া পায় টিপু।

    প্রসঙ্গত, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জেলায় মাওবাদীদের প্রভাব নতুন করে বাড়ছে৷ সন্দেহের তালিকায় আছে বীরভূমের ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলি৷ ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এই এলাকাগুলিতে৷