|
---|
নিজস্ব সংবাদদাতা : নদিয়ার (Nadia) পলাশীপাড়ায় শ্যুটআউটের পর এবার নাকাশিপাড়া। ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার দুই জায়গায় দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্ক ছড়াল। সূত্রের খবর, নাকাশিপাড়ায় কংগ্রেস সমর্থদের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লেগে জখম হয়েছেন মহিলা, শিশু-সহ ১৫ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় অশান্তির আগুন জ্বলেছে নাকাশিপাড়ায়।ঘটনা সোমবার রাতের। নাকাশিপাড়ার (Nadia) গোবিপুর এলাকায় কংগ্রেস সমর্থকদের বাড়ি ঘিরে ফেলে জনা ১৫ দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। কয়েকটি বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। আচমকা গুলির আওয়াজে আতঙ্ক ছড়ায় এলাকায়। আততায়ীদের গুলিতে জখম হয়েছে তিন শিশু। বাড়ির মহিলা, প্রবীণরা কেউ রেহাই পাননি। পাঁচ জন মহিলার গুলি লেগেছে বলে খবর। শিশু, মহিলা, বৃদ্ধ মিলিয়ে ১৫ জন জখম হয়েছেন।স্থানীয়রা বলছেন, আততায়ীরা যখন গুলিবৃষ্টি করে যাচ্ছে তখন এলাকার লোকজনই প্রাথমিকভাবে রুখে দাঁড়ায়। স্থানীয়রা সকলে ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রথমে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, গ্রামের লোকজনের মধ্যে বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।