|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : পঠন-পাঠনের পাশাপাশি বিভিন্ন স্কুলগুলোতে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।গতকাল ,১২ই ফেব্রুয়ারি,২০২৪,ধুবুলিয়ার সিংহাটীতে “নদীয়া মডেল মিশনারী স্কুল(উ:ম)”এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হোলো। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা। দিনের শেষ আকর্ষণ ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা। শিক্ষক ও অতিথীরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি রাকিবুল হোসেন মন্ডল,সহ সভাপতি বসির উদ্দিন শেখ ,প্রধান অতিথি আজিম মল্লিক,প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোবারক হোসেন মন্ডল, টিচার ইনচার্জ শেখ মনিরুজ্জামান মনি,বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী শ্যামা সিংহ রায়,সমাজসেবী মনসুর শেখ,ক্লাব সম্পাদক মালী শেখ,স্কুলের শিক্ষক – শিক্ষিকা সহ এলাকার আরো বিশিষ্ঠ আমন্ত্রিত সমাজসেবী ও এলাকার শিক্ষক মন্ডলী।