হুদা বিদ্যাপীঠ হাই স্কুল (এইচ,এস) র প্ল্যাটিনাম জুবিলি

নিজস্ব সংবাদদাতা : ৭৫ তম বর্ষপূর্তি উৎসব উদ্ যাপন হল ১৭ও ১৮ই জানুয়ারি ২০২৪ বিদ্যালয় প্রাঙ্গণে । বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আশাদুল্লাহ খান অনুষ্ঠানের উদ্বোধন করেন ।পতাকা উত্তোলন করে স্বাগতভাষণ দেন প্রধান শিক্ষক সত্যচরণ মণ্ডল। বিদ্যালয়ের পক্ষে কিছু কথা বলেন মহঃ ইসরাইল মণ্ডল।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রাক্তনী আফরোজা বানু। উজ্জ্বল উপস্হিতিঃ শিক্ষক ড, মনোরঞ্জন বিশ্বাস সুকদেব ব্রহ্ম আজিজুল সেখ তমিজউদ্দিন সেখ সুমিত্রা হালদার আব্দুল লতিফ সেখ সহিদুল ইসলাম কারিগর রাহুল খান প্রমুখ।উদযাপন কমিটির পক্ষে সম্পাদক শিক্ষক নজরুল ইসলাম বিশ্বাস কিছুকথা ও স্বরচিত কবিতা পাঠ করেন। কোরাশ গান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কৃষ্ণা বর্মন অর্পিতা কুণ্ডু জয়েন্দু অধিকারী সঞ্জিত সরকার কৃষ্ণগোপাল দাস পাপিয়া খাতুন কবির দেবাশিস তেওয়ারী সাধনা বেজ তৃষ্ণা শীল সুজাতা পাল ঘোষ ঝুলন দেবনাথ কাবেরী হালদার প্রমুখ। আবৃত্তি ও কোরাশ গানে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন অয়ন বিশ্বাস সাধন পাত্র অভ্রনীল সরকার স্বয়ংশ্রী দে।ম্যাজিক দেখান সুমিত দে।ঋত্বিক সাহার পরিচালনায় পরিবেশিত হয় নাটক অবাক জলপান ও করিমপুর নাট্যপ্রেমী সংস্হার প্রযোজনা কল্যাণ চট্টোপাধ্যায় পরিচালিত পিয়াসী বিশ্বাস অভিনীত একক নাটক পাখি। বিদ্যালয়ের জমিদাতা ফরমান আলি খান নামে মঞ্চ উৎসর্গ করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাতেম আলি মোল্লাহ স্মারক বক্তৃতা দেন শিক্ষাবিদ নূরউদ্দিন বিশ্বাস ও বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সঞ্জীব প্রামাণিক স্মারক বক্তৃতা দেন কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন হজরত আলি হালসানা ও সুকুমার পাল।
    উদযাপন কমিটির পক্ষে সকলকে ধন্যবাদ জানান ফারুক আলি সেখ মিজানুর রহমান শাহ্ তানসেন কবির বিধান বিশ্বাস অসীম কুমার টিকাদার সুদীপ্ত বাগচী আব্দুর রাজ্জাক সেখ দেবাশিষ সিং মুড়া।