কাটোয়ার খয়ের হাটে অনুষ্ঠিত হলো শহীদ হাসমত প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা।

লুতুব আলি, নতুন গতি : কাটোয়ার খয়ের হাটে অনুষ্ঠিত হলো শহীদ হাসমত প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা। কাটোয়া থানা ও কেতুগ্রাম বিধানসভার অন্তর্গত কোসিগ্রাম অঞ্চলের খয়েরহাট গ্রামে অনুষ্ঠিত হলো শহীদ হাসমত প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা। পরিচালনায় ছিল খয়ের হাট পূর্ব ও পশ্চিমপাড়ার ইয়াংস্টার ক্লাব। এই ক্রিকেট প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ, কেতুগ্রাম ১ নং ব্লকের সভাপতি তরুণ কুমার মুখার্জি, তৃণমূল শিক্ষাশালের জেলার সভাপতি শেখ মোঃ আবু বক্কর, কেতুগ্রাম ১ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুকান্ত রায় চৌধুরী, কোসিগ্রাম অঞ্চল এবং শ্রীখন্ড অঞ্চলের প্রধান। গ্রাম পঞ্চায়েত প্রধান বিশিষ্ট সমাজসেবী ফারুক চৌধুরী। এই প্রতিযোগিতায় সকলকে স্বাগত জানান এই প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট শিক্ষক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ ইসরাইল। এই ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হয় বর্ধমানের সোহেল এন্টারপ্রাইজ। রানার হয়েছে কাটোয়ার গ্রীন গ্ল্যাক্সি। জয়ী এবং বিজয়ী দুটি দলকেই নগদ টাকা ও প্রচুর আকর্ষণীয় ট্রফি এবং পুরস্কার দেওয়া হয়। শেখ ইসরাইলের নেতৃত্বে প্রিমিয়ার লিগের এই ক্রিকেট প্রতিযোগী টি উপলক্ষে এলাকায় উন্মাদনার তৈরি হয়। শেখ ইসরাইল এলাকায় সামাজিক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন সে ব্যাপারে অনুষ্ঠানের অতিথিরা ভুয়সী প্রশংসা করেন। দুদিনের এই প্রতিযোগিতায় প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয়। কেতুগ্রামের বিধায় ক শেখ শাহনেওয়াজ ও ইসরাইল সাহেবের সামাজিক কর্মকাণ্ড নিয়ে প্রশংসা করেন। বিধায়ক বলেন এরকম অনুষ্ঠান হলে যেমন যুবক সম্প্রদায়কে অনেক কু অভ্যাস থেকে মুক্তি পেতে পারে তেমন প্রচুর সাধারণ মানুষের মিলনক্ষেত্র হয়ে দাঁড়ায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটোয়া থানার মেজ বাবু রঞ্জিত চ্যাটার্জী এবং এসআই নুরজামান শেখ প্রমুখ।