গোপগন্তার ১গ্রাম পঞ্চায়েত সদ‍স্যার হামলা অভিযোগ

১২ জুলাই, সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের গোপগন্তার ১ গ্রাম পঞ্চায়েতের সদ‍স‍্যার উপর দুষ্কৃতি হামলার অভিযোগ। আজ মগরা এলাকার তিন নং সংসদের ৮৭ নং বুথের সদস‍্যা অর্চনা মহুলীর বাড়িতে চড়াও হয়ে হামলা করে কয়েকজন দুষ্কৃতি। ঘটনার সূত্রপাত এলাকায় ১০০ দিনের কাজ নিয়ে বচসা। পঞ্চায়েত অফিসেই শুরু হলে প্রধান সহ অন‍্যরা বিষয়টি মিটিয়ে দেয়। তারপর বাড়িতে ফিরে যাওয়ার পর সদস‍্যা অর্চনা মহুলীর বাড়িতে দশ বারো জন মহিলা পুরুষ মিলে এসে বাড়ি থেকে টেনে বাড় করে মারধর করে শাড়ি ব্লাউজ ছিঁড়ে শ্লীলতাহানি করে। কোলে থাকা সাড়ে তিন বছরের কন‍্যাকেও কেড়ে ছুঁড়ে ফেলে দেয় মারধর করে বলে অভিযোগ। সেইসময় অর্চনার শাশুড়ি ছাড়াতে গেলে তারও শাড়ি ব্লাউজ ছিঁড়ে দিয়ে মারধর করে। মুখে আদিবাসী সমাজের নামে গালাগাল করে। হুমকি দেয় প্রাণে মেরে ফেলারও বলে অভিযোগ অর্চনা মহুলির। ‘আদিবাসী সমাজের মানুষ বলে আমাকে সদস‍্যা বলে মেনে নেবে না, আমার কথায় কাজ করবে না। আমাকে পদত‍্যাগ করতে হবে,’ বলে জানান। ঘটনার পর বিধায়কের কাছে গেলে বিধায়ক থানায় যেতে বলেন বলে জানান। তারপর থানায় এলে যথারীতি হাসপাতালে পাঠিয়ে মেডিকেল রিপোর্ট করিয়ে অভিযোগ জমা নেয়।মেমারি থানায় মগরা গ্রাম নিবাসী সেখ খোদাবক্স, সেখ জাহাঙ্গীর, সেখ লুসান, সেখ গদাই সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। অর্চনা মহুলী বলেন থানা থেকে ব‍্যবস্থা নেবেন বলেছেন, না নিলে আদিবাসী সমাজে জানাবো।