বিরল গ্ৰুপের রক্তে প্রাণ বাঁচলো নাফিসার

রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদের সাগরদিঘীর রতনপুরের ১৩ বছরের মেয়ে নাফিসা পারভীন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ায়, দু সপ্তাহ অন্তর অন্তর তাকে রক্ত দিতে হয়। এবং তার রক্তের গ্ৰুপ “বি -নেগেটিভ” তাই যোগাড় করতে ভীষণ কষ্টের সম্মুখীন হয় পরিবার, এদিন আবারো রক্তের প্রয়োজনে বহু খোঁজাখুঁজির পর অবশেষে, সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ও কোষাধ্যক্ষ মির্জা জর্জবুল এর তৎপরতায় সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুমিত বিশ্বাস এর সহযোগিতায় বাড়ালা গ্রামের নিবাসী এক সিভিক ভলেন্টিয়ার আনারুল হক স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসে সাগরদিঘী ব্লাড ব্যাংকে তা সম্পন্ন করে। পাশাপাশি বহরমপুর এর এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হওয়া এক মুমূর্ষ রোগীর দুই ইউনিট “ও-পজেটিভ” রক্তের প্রয়োজনে ট্রাস্টের এক রক্তযোদ্ধা সামাদ সেখ এর প্রচেষ্টায় ও সাগরদিঘী ব্লাড ব্যাংকের সহযোগিতায় তা সুসম্পন্ন হয় ।