করোনা আবহে বন্দী দশা থেকে মুক্তি পেয়ে অবশেষে স্কুলে আসার সুযোগ পেল কচিকাচারা

নিজস্ব প্রতিবেদক:- করোনা আবহে বন্দী দশা থেকে মুক্তি পেয়ে অবশেষে স্কুলে আসার সুযোগ পেল কচিকাচারা । রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলাতে ও কোভিড বিধি মেনে বুধবার থেকে চালু হল প্রাইমারি স্তরে‌র স্কুলের পঠনপাঠন ।পিঠে বইয়ের ব্যাগ নিয়ে সকালে‌ই স্কুলে আসতে দেখা যায় কচিকাচাদের । দীর্ঘ প্রতীক্ষার পর শিশুদের স্কুলে আসার দিনটিকে স্মরণীয় করে রাখতে জলপাইগুড়ি শহরের সদর গার্লস প্রাইমারি স্কুলে ছোট্ট একটি অনুষ্ঠানে‌র আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি লক্ষী মোহন রায় । নিজে হাত ধরে খুদে পড়ুয়াদের স্কুলের ভেতরে নিয়ে আসতে দেখা যায় তাকে। দীর্ঘদিন ঘরবন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে স্কুলের জগতে আসা শিশু‌দের মধ্যে‌ও ছিল আনন্দের জোয়ার।তারাও জানিয়ে দিলেন তারা রোজ ইষ্কুলে আসতে চান,বন্ধুদের সাথে কথা বলতে চান,এবং সবচাইতে বড় কথা তারা জানিয়ে দিলেন তারা পড়াশোনা করতে চান।