*পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী*

আসিফ আলম, নতুন গতি, বহরমপুর

    ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে।-খবর এএফপি’র।

    এতে তিনি যে ব্রেক্সিটে ব্যর্থ হয়েছেন, সেটি সম্পাদনে তার উত্তরসূরি নির্বাচনের আনুষ্ঠানিক দৌড় শুরু হবে।

    নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তেরেসা মে প্রধানমন্ত্রী হিসেবেই থাকছেন, সেটা সম্ভবত আগামী জুলাইয়ের শেষ নাগাদ পর্যন্ত হবে।

    কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের জটিল প্রস্থানের গতিপথের নিয়ন্ত্রণ আর নিজের হাতে রাখেননি তিনি।

    আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট সম্পন্ন হওয়ার কথা। কিন্তু তার প্রতিদ্বন্দ্বিরা যখন আলোচনা চালিয়ে যাচ্ছেন, তখন এ প্রকল্প পার্লামেন্টে কেবল ব্রাসেলসের সঙ্গে একমত হওয়া বিচ্ছেদ পরিকল্পনায় আটকে আছে।

    ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ২০১৬ সালের গণভোটের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তেরেসা মে। এরপর তিন-তিনটি বছর পরিকল্পনা রচনা করতেই কাটিয়ে দেন তিনি। এ পর্যন্ত ব্রেক্সিটে দুইবার বিলম্ব ঘটেছে।

    গত মাসে কান্নারত অবস্থায় নিজের চূড়ান্ত ব্যর্থতা স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন তেরেসা মে। এর আগে কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার কতৃত্বের প্রাণশক্তি ধীর গতিতে হারিয়ে যাচ্ছিল।

    তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য এখন পর্যন্ত ১১ কনজারভেটিভ এমপি লড়াইয়ে নেমেছেন। এদের মধ্যে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনও রয়েছেন। কিন্তু সোমবারের সময়সীমা শেষ হওয়ার আগে কয়েকজন মনোনয়ন তুলে নেবেন বলে ধারনা করা হচ্ছে।

    তেরেসা মে’র পরিকল্পনা রক্ষা করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তার উত্তরসূরির হাতে মাত্র কয়েকটি মাস থাকবে। নাহলে ফের বিলম্ব ঘটাতে হবে ব্রেক্সিটে।