|
---|
খান আরশাদ, বীরভূম।শুক্রবার বীরভূমের রাজনগরে বিজেপির ব্ল্যাকমানির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করলো তৃনমূল। রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের চেয়ারপার্সন সুকুমার সাধুর নেতৃত্বে এই মিছিল রাজনগরের দলীয় কার্যালয় থেকে শুরু হয় এবং রাজনগর বাজার পরিক্রমা করে। এরপর চৌরাস্তা মোড়ে একটি পথসভা করা হয়। রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে রাজনগরের পাঁচটি অঞ্চলের ৬৭ সংসদের তৃনমূল কর্মী সমর্থকরা অংশ নেয়। রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধু জানান রাজ্যের প্রতিটি ব্লকের সাথে রাজনগর ব্লকেও আজ এই বিক্ষোভ মিছিল করা হল।বিজেপি বিজয় মালিয়া, নিরব মোদী ও উজ্জ্বলা গ্যাস কোম্পানির কাছ থেকে যে কাটমানি নিয়েছে তা ফেরতের দাবী জানাচ্ছি আমরা। এছাড়া বিজেপির রেল ব্যাবস্থার বেসরকারীকরনের বিরুদ্ধে এবং উত্তর প্রদেশে যে আদিবাসীদের হত্যা করা হয়েছে তারও প্রতিবাদ করছি তৃনমূলের পক্ষ থেকে। এদিনের মিছিলে অংশ নেন তৃনমূল নেতা রানা প্রতাপ রায়, মহঃ সরিফ, সজল গঁরাই, প্রাণতোষ ওঝা, শুভো চন্দ, গাফফার খান, সৌমিত্র সিংহ সহ অন্যান্যরা।