|
---|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: পূর্ব বর্ধমানের কোটাগ্রামে আজ সকালে বিস্ফোরণের তীব্র আওয়াজে কেঁপে ওঠে কোটাগ্রাম এলাকা। আওয়াজ শুনে ছুটে এসে এলাকাবাসী দেখে, গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদ উড়ে গিয়েছে। দুজন ব্যক্তি আহত অবস্থায় ছোটাছুটি করছেন। বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসে বুদবুদ থানার পুলিস।
বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির ছাদ। আহত ২ ব্যক্তি। বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কোটাগ্রামে। কোথা থেকে বিস্ফোরণ ঘটল? সে সম্বন্ধে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি।