|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- দক্ষিণ ২৪ জেলার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের অন্তর্গত রায়চক মাথুর গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি পদযাত্রা করে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের।তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করবার আহ্বান রাখলেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন। এদিন ব্লক সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ২নম্বর ব্লকের সহসভাপতি বিমলেন্দু বৈদ্য,জেলা পরিষদের সদস্যা ডলি কয়েল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীবৃন্দ।ব্লক সভাপতি অরুমোয় গায়েন প্রচার চলাকালীন জানান এই এলাকায় তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত বোর্ড ছিল এবং সেই বোর্ড মানুষের কাজ করেছে তাই মানুষ আবারও তৃণমূল কংগ্রেসের প্রতীকে দাঁড়ানো প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করবে।