|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: মায়ের প্রেরনা নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা এর পক্ষ থেকে বালি নিশ্চিন্দা তরুন সংঘতে উরি,পুলওয়ামা,গালওয়ান হামলায় নিহত শহীদ বীর জওয়ানদের স্মরনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এর পাশাপাশি বর্তমানে কোভিড-১৯ এর মতোন এই কঠিন পরিস্থিতিতে যারা নিজেদের জীবন ত্যাগ করে এইসব মানুষদের পাশে দাড়িয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।প্রত্যেক রক্তদাতাকে ওই স্বেচ্ছাসেবী সংস্থা এর পক্ষ থেকে সম্মানিত করা হয়।এর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য হুইলচেয়ার এর প্রদান করা হয়।ওই স্বেচ্ছাসেবী সংস্থা এর অন্যতম সংগঠক মনু বাবু বলেন’এই ধরনের সামাজিক মূলক কাজ বছরের প্রায় সময় আমরা করে থাকি এর পাশাপাশি তিনি ধন্যবাদ জানান ওই সংগঠন এর সদস্য ও সদস্যাদের আলপনা,রাহুল,সুমন সহ সকল মেম্বারদের অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য।