|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: করোনা আবহে কমেছে জেলায় রক্তদান শিবির।তাই জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে ব্যাপক রক্তের সঙ্কট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ১৪ জুন সোমবার বিশ্ব রক্তদাতা দিবসে রক্তের ঘাটতি মেটাতে চলো পাল্টাই ও কিনোটিভ স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় হলদিয়ার সুতাহাটা উদয়ন সংঘে কোভিড বিধি মেনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২৯ জন স্বেচ্ছায় রক্তদান করে।প্রত্যেক রক্তদাতাদের হাতে সবুজায়নের বার্তা দিতে ফলের চারাগাছ তুলে দেওয়া হয়।এই অতিমারীর সময় মূমুর্ষ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের সঙ্কট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মধূসূদন পড়ুয়া,অরুনাংশু প্রধান,মতিলাল দাস প্রমুখরা।