|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ চব্বিশ পরগনা : বারুইপুর পুলিশ জেলার কুলতলী থানার উদ্যোগে রক্তদান শিবির, গৃষ্ম কালীন রক্তের সংকট মেটাতে পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় এই সময়ে রক্ত দান শিবির অনুষ্ঠিত হচ্ছে যা উৎসবের আকারে পালিত হচ্ছে । কুলতলী থানা রক্তদান শিবিরে আসেন এসডিপিও বারুইপুর বিডিও কুলতলী, কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল, কুলতলির আইসি অর্ধেন্দুশেখর দে সরকার সহ একাধিক পুলিশকর্মী।
এই রক্ত দান শিবিরকে নিয়ে কুলতলী থানার চত্বরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেল পুলিশ কর্মীদের মধ্যে। পঞ্চাশ জন পুলিশ কর্মী রক্ত দান করেছেন। এসডিপিও বারুইপুর, বিডিও ও বিধায়ক রক্তদান অনুষ্ঠানে আসায় কুলতলির পুলিশকর্মীরা বেজায় খুশি। তারা চান আগামী দিনেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় এমনই রক্তদান শিবির হোক।