|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর….. গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে মেদিনীপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড অ্যাডভেঞ্চারস্ এসোসিয়েশন (মাসা)-এর উদ্যোগ ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশন এবং মেদিনীপুর সদর ব্লকের শ্রীরামপুর আদর্শ যুব সংঘ ক্লাব সহযোগিতায় যুব সংঘ প্রাঙ্গনে রবিবার অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির।
শিবিরের উদ্বোধন করেন বিধায়ক দীনেন রায়। উপস্থিত ছিলেন সমাজসেবী গোপাল সাহা,মুকুল সামন্ত,রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর, পুলিশ কর্মী শুভরাজ আলি খাঁনসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন মাসার সম্পাদক আকাশ গাঙ্গুলি, সভাপতি গৌতম ভকত,যুব সংঘের সভাপতি বৈদ্যনাথ রায়,ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রাহুল কোলে সহ তিনটি সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্য-সদস্যারা। শিবিরে একজন মহিলা সহ মোট ১৯ জন রক্তদান করেন।এদিন উল্লেখ্যযোগ্য রক্তদান করেন মাসার সম্পাদক আকাশ গাঙ্গুলি ও তাঁর স্ত্রী অংকিতা গাঙ্গুলি। অংকিতা গাঙ্গুলি এই প্রথমবার রক্ত দিলেন। এদিনের শিবিরে রক্ত সংগ্রহ করেন ডেবরা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।