|
---|
বীরভূমের বেড়গ্রাম পল্লী সেবানিকেতন বিদ্যালয়ের উদ্যোগে শহীদ রাজেশ ওরাং স্মরণে রক্ত দান শিবির
সেখ রিয়াজউদ্দিন বীরভূম: বীরভূমের শহীদ রাজেশ ওরাং এর স্মৃতি বিজড়িত পাঁড়ুই থানার বেড়গ্রাম পল্লী সেবানিকেতন। সম্প্রতি ভারত-চীন সীমান্তে দেশ রক্ষার স্বার্থে প্রান দিয়েছেন এই সেবানিকেতনের ই ছাত্র তরতাজা যুবক রাজেশ। আজ ২৬ জুন শহীদ রাজেশের স্মৃতিতে উক্ত বিদ্যালয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করে। বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক, রাজ্য সম্পাদক কবি ঘোষ, সহ-সম্পাদক রাজেশ পালিত ও বীরভূম ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ সহ অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই বিদ্যালয়ের শিক্ষিকা এবং বিশিষ্ট সমাজসেবী প্রতিভা গাঙ্গুলী বলেন, এই দিনটি আমরা আমাদের অন্তরের অপরিসীম শ্রদ্ধা দিয়েই পালন করছি। আমাদের পুত্র- সম প্রাক্তন ছাত্র তথা বীর শহীদ রাজেশ ওরাং নিয়মিত রক্ত দাতা হিসেবে তার পরিচিত ছিল। একাধিক রক্তদান শিবিরে সে রক্ত দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজকের রক্তদান শিবির। রাজেশ আমাদের ভালোবাসা- স্নেহ ও আবেগের মধ্যেই মিশে আছে এবং চিরস্মরনীয় হয়ে থাকবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় মন্ডল ও শহীদ রাজেশ ওরাং সম্পর্কে স্কুল জীবনের বিস্তারিত তথ্য তুলে ধরেন এক সাক্ষাৎকারে।