|
---|
মাদক বিরোধী দিবস উপলক্ষে নেশা মুক্ত সমাজ গড়তে পদযাত্রায় নামলেন কান্দি পুলিশ প্রশাসন
আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : গতকাল ২৬ জুন ছিল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, এই মাদক বিরোধী দিবস উদযাপিত হলো মুর্শিদাবাদ জেলার কান্দিতে। গতকাল শুক্রবার কান্দি থানার পুলিস প্রশাসনের উদ্যোগে কান্দি থানা মোড় থেকে বিশ্রামস্থল পর্যন্ত একটি মাদক বিরোধী পদযাত্রা আয়োজিত করা হয়। উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন কান্দি মহকুমা পুলিশ সুপার অধিকার” কুমার সানি রাজ, কান্দি থানার আইসি অরূপ রায় সহ আরো অনন্য পুলিশ অধিকারী ও কর্মীরা।
গতকাল এই কান্দি পুলিসের উদ্যোগে নেওয়া এই পদযাত্রায় কলেজের ছাত্র ছাত্রী রাও অংশ গ্রহণ করেন।গতকাল এই পদযাত্রা থেকে কান্দি মহকুমা পুলিশ সুপার অধিকারকুমার সানি রাজ সকলকে বার্তা দেন যে ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী ও অন্যায় ভাবে মাদক পাচার বিরোধী দিবস পৃথিবী জুড়ে পালিত। এই দিবসের পালিত হওয়ার মূল যে উৎস সেটা হলো আজকে যুব সমাজ এই মাদক নেশায় ভয়ানক ভাবে আক্রান্ত, এই সমস্ত নেশায় কিছু উপকার নেই, মাত্র দুই মিনিটের মজা তার পর তিলে তিলে জীবন শেষ করে দেই, শারীরিক ক্ষতি তো করেই তার উপর মানসিক ক্ষতিও করে দেই। অনেক কেই মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়, অনেকেই পাগল হয়ে যায়, তাছাড়া এটাও দেখা গেছে যে এই মাদকের নেশা এতটাই নিজেকে কন্ট্রোল করে নেই যে সে চুরি করতেও দ্বিধা বোধ করে না, চুরি করে এনে হিরোইন খাবে, একবার এই বাক্স খুলে দিলে অনেক কিছু খারাপ জিনিস পেয়ে যায় যা তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই সমস্ত বিষয় কে মানুষের সামনে তুলে ধরার জন্য, সবাই কে এতে থেকে সতর্ক করার জন্য আজকে কান্দি থানার পুলিশ প্রশাসনের তরফে এই পদযাত্রার ব্যবস্থা করা হয়েছে।
তিনি সমস্ত মিডিয়াকে অনুরোধ করে বলেন যে যারা এই সমস্ত মাদক প্রচারের কাজে লিপ্ত আছেন তারা অনুরোধ করে এগুলো বাতিল করেন। এগুলো থেকে কারো কোনো উপকার নেই শুধুই ক্ষতি।