|
---|
নিজস্ব সংবাদদাতা, কেশপুর: যথাযোগ্য মর্যাদায় ভারতের 73 তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হলো কেশপুরের শসাবনী কাজী নজরুল স্মৃতি ক্লাবের উদ্যোগে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার বিশিষ্ট ডাক্তার মীর রমজান আলী। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের চাহিদা মেটানোর জন্য এই ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির কে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। ক্লাবের সভাপতি মীর সাইদুল ইসলাম জানিয়েছেন এদিন রক্তদান শিবিরে মহিলা ১১জন সহ ৫৭ জন রক্তদাতা রক্ত দান করেছেন। রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে ঝাড়গ্রাম ব্লাড ব্যাংক।
উপস্থিত ছিলেন কেশপুর বি এম ও এইচ বিদ্যুৎ পাতর বিশিষ্ট শিক্ষক পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি
অনিমেষ দে, সমিতির চেয়ারম্যান শিক্ষক শান্তনু দে , পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য শিক্ষক সৌমেন ঘোষ,মেদিনীপুর জেলা ভলান্টারী ব্লাড ডোনর্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর, পশ্চিম মেদিনীপুর জেলা সংখ্যালঘু সেলের সম্পাদক আনজারুল মন্ডল, কেশপুর ১ চক্রের কনভেনর শিক্ষক সেখ মোকাররম, গড়সোনাপেতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহাসিস চৌধুরী, শিক্ষক সেখ নুরুল ইসলাম,বিশিষ্ট শিক্ষক মীর আসিরুদ্দিন , ক্লাব সম্পাদক মীর সাহিল আলী সহ বিশিষ্টরা। এদিন প্রথম রক্ত দান করেন মীর হেদায়েতুল্লাহ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে এবং সুললিত কন্ঠে সঞ্চালনা করেন মীর হামিদুল ইসলাম। রক্তদান শিবির কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে ।এমন উদ্যোগ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।