|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শালবীথি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে সংস্থার প্রথমবর্ষে পূর্তি উপলক্ষ্যে শালবীথীর উদ্যোগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় মঙ্গলবার মেদিনীপুর শহরের রবীন্দ্রনিলয়ে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির।এই শিবিরে চারজন মহিলা সহ মোট ২২ জন রক্তদান করেন। শিবিরে স্বাগত বক্তব্য রাখেন ঝুমঝুমি চক্রবর্তী। সমস্ত সদস্যাদের ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে শিবির সঞ্চালনা ও তত্ত্বাবধান করেন শালবীথির সম্পাদিকা রীতা বেরা। শুরুতে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করেন জেলার সহকারী স্বাস্থ্য আধিকারিক ড.সিদ্বার্থ দত্ত। পাশাপাশি এদিন চারা গাছে জল সিঞ্চন করে এদিনের শিবিরের প্রথম রক্তদাতা শালবীথির সদস্যা অপর্ণা দাস ,কুসুমিতা চন্দ্রসহ উপস্থিত বিশিষ্ট জনেরা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর, সম্পাদক জয়ন্ত মুখার্জি,বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার , কবি সম্পাদক তাপস মাইতি, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সময় বাংলার জয়ন্ত মন্ডল, সমাজকর্মী চন্দন রায়,কান্তা বসু,মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, আলি আকবর খাঁন, অভ্রজ্যোতি নাগ,জয়ন্ত মাইতি, সুস্মিতা পাল,উত্তম রায় , রাজীব গুহ ,কৌশিক পাল , ড. শান্তনু পন্ডা , পার্থ বাগচী , রাকেশ সিংহ দেব , পার্থ সারথি দাস, কৌশিক পাল সহ অন্যান্যরা।শালবীথির পক্ষে উপস্থিত ছিলেন ঝুমঝুমি চক্রবর্তী , পম্পি খামরই ,দীপান্বিতা খান ,অপর্ণা দাস ইলোরা মাইতি , দেবলীনা চ্যাটার্জী , সুমনা দে , মধুছন্দা মাইতি , রীতা বেরা । এই শিবিরে দুজন রক্তদাতা প্রথম বারের জন্য রক্তদান করেন। এদিন শিবিরে পিতা শিক্ষক হেদায়তুর খানের সাথে এই প্রথমবার রক্তদেন আরিয়ান খান। এছাড়াও প্রথমবারের জন্য রক্তদেন সৌরদীপ দাস।