মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে আগাম রক্তের গ্রুপ নির্নয় শিবির বীরভূমে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: থ্যালাসেমিয়া থেকে পথ দূর্ঘটনা কিম্বা মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে ছুটে যেতে হয় মূলত যুব সম্প্রদায় গোষ্ঠীকে।রক্তদান করতে গিয়ে সেখানে অযথা সময় যেন নষ্ট না হয় তারই প্রথম পদক্ষেপ হিসেবে নিজের নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানা।সেই পরিপ্রেক্ষিতে রবিবার বীরভূম জেলা বাংলা সংস্কৃতি মঞ্চের, মুরারই দু নম্বর ব্লকের মিত্রপুর অঞ্চল ইউনিটের পরিচালনায় নয়াগ্রামে একটি রক্তের গ্রুপ নির্ণয় শিবিরের আয়োজন করা হয়।

    এদিন শিবিরে ২৬ জন মহিলা সহ মোট ১০৭ জনের গ্ৰুপ নির্ণয় করা হয়।রক্তদানে উদবুদ্ধ ও উৎসাহ প্রদান করতে শিবিরে উপস্থিতি ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের মুরারই দু নম্বর ব্লক সভাপতি সেমিম সেখ,সংস্থার মিত্রপুর অঞ্চল সভাপতি বাদল সেখ,সংস্থার তরতাজা ও উৎসাহী যুবক সেরজাহান হোসেন,রাজেস সেখ, আইয়ুব সেখ এদের ন্যায় একঝাঁক তরুণ প্রজন্মের মুখ।

    সংস্থার ব্লক সভাপতি সেমিম সেখ জানান বেশিরভাগ গ্ৰামীন এলাকার মানুষজন রক্তের জন্য নাজেহাল হন। কারণ তারা এবং তাদের পরিবারের কারোর রক্তের গ্রুপ নির্ণয় করে রাখে না। যার কারণে হটাৎ রক্তের প্রয়োজনীয়তার কারণে তাদেরকে মহা সংকটে পড়তে হয়। সেই দূরাবস্থার কথা মাথায় রেখে বাংলা সংস্কৃতি মঞ্চের মিত্রপুর অঞ্চল ইউনিট নয়াগ্রামে একটা রক্তের গ্রুপ নির্নয় শিবিরের আয়োজন করে।

    আগামীদিনে অনুরূপ ভাবে এলাকার প্রতিটি গ্রামে রক্তের গ্রুপ নির্ণয় শিবির করা হবে,যেন মানুষকে রক্তের জন্য দৌড়াদৌড়ি করতে না হয়। রক্তের গ্রুপ অনুযায়ী নামের তালিকা মোতাবেক খুব সহজেই রক্তের আদানপ্রদান সম্ভব হবে।