|
---|
আজাহারউদ্দিন : প্রাকৃতিক বিপর্যয় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রাজ্য সরকার। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে হুগলির পুড়শুড়ার ব্লকের শ্রীরামপুর গ্রামপঞ্চায়েতে ব্জ্রাঘাতে মৃত শ্যামলী রাউতের ছেলের হাতে ২ লক্ষ টাকার চেক,২ টি ধুতি তুলেদেওয়া হয় ,এই সরকারি সাহায্য তুলে দেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান, স্থানীয় বিডিও, পুরশুড়া পঞ্চায়েত সমিতিরসভাপতি মোমিন মিদ্যা।সহ বিশিষ্টজনেরা। সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান বলেন প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি সংকটের মানুষের পাশে রাজ্য সরকার সর্বদা মানুষের সাথে আছে,