সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাঁওয়ের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি

সিউড়ি: দোলের আগের রাতে সিউড়ি পুরসভার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাঁওয়ের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি হয়। বাড়ির দরজা বন্ধ থাকায় কেউ চোটাঘাত পাননি। তবে ওই বাড়ির পাঁচিল এবং দরজায় বোমাবাজির ছাপ স্পষ্ট।

    খবর পাওয়ামাত্রই সিউড়ি থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং কথা বলেন ভাইস চেয়ারম্যান ও তাঁর ছেলের সাথে। নির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেননি সিউড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাঁও।

    এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।