|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)-এর মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বেশ খুশি বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে বেশ তৎপরতার সঙ্গে কাজ করছে, তার প্রশংসাও শোনা গেল তাঁর মুখে। বরাবরই রাজ্যের বিরোধিতায় গলা চড়ালেও এবার সুর বেশ অন্য৷ যা থেকে বেশ পরিষ্কার, রাজ্যের এই পরিস্থিতিতে নিছক বিরোধিতার পথে হাঁটতে চাইছে না বিজেপি।
এদিন ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের প্রস্তুতির প্রশংসা করে দিলীপ ঘোষ বলেন, গতবছরের আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে রাজ্য। এবার রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেছে। এছাড়াও তিনি বলেন, ঘূর্ণিঝড়ের বিষয়ে সরকার ইতিমধ্যেই উপকূলের মানুষকে সতর্ক করেছে। আপাতদৃষ্টিতে এখন সব ঠিকঠাক ভাবেই হচ্ছে বলে মনে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।
উল্লেখ্য, ইতিমধ্যে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। রাজ্যের উপকূলে দীঘার পরিস্থিতিও খুবই ভয়াবহ। প্রায় ৩০ ফুট জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র তীরবর্তী এলাকার প্রত্যেকটি হোটেল জলমগ্ন হয়ে গিয়েছে। ভেসে গিয়েছে হোটেলের সামনে দাঁড়ানো গাড়ি। পাশাপাশি শংকরপুরও এখন জলমগ্ন। সেই সঙ্গে বাড়ছে হাওয়ার বেগ। রাজ্যের বিভিন্ন রাজ্যে বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলার নবান্নর কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়ত কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই উপকূলের প্রায় ১১ লক্ষ মানুষকে সরানোও হয়েছে ত্রাণ শিবিরে। এছাড়াও নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ঘূর্ণিঝড় পরিস্থিতি সামলাতে রাজ্যের এই ভূমিকার প্রশংসাতেই সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। যদিও এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল প্রায় তলানিতে। গতবছর আমফানের পর রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করতেও ছাড়েননি তিনি। বারবার রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সরকারকে একাধিক তোপে বিদ্ধও করেছেন। এখানেই শেষ নয়! কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নির্বাচন পরবর্তী হিংসার বিরুদ্ধে থানায় অভিযোগও জানান দিলীপ ঘোষ৷ তবে সেসবই এখন অতীত। ইয়াস মোকাবিলায় এখন মমতা সরকারের পাশে দাঁড়িয়েই রাজ্যের হাল ফেরাতে চান বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি।