|
---|
নিজস্ব সংবাদদাতা: এমন অনেকেই রয়েছেন, যারা সময় পেলেই চলে যান সমুদ্রের তীরে সময় কাটানোর জন্য। অন্যতম ডেস্টিনেশন দীঘা কিংবা মন্দারমনি। তবে দীঘা কিংবা মন্দারমনিতে থাকা খাওয়ার খরচ অনেক টাই বেশি। পর্যটকদের ভিড়ও যথেষ্ট। কিছুটা নিরিবিলি পরিবেশ পেতে হলে চলে যেতে হবে বগুড়ান জলপাই। বাসেও যেমন যাওয়া যায় ট্রেনে করেও যাওয়া যায়, ট্রেনে করে যেতে হলে প্রথমে কাঁথিতে নামতে হবে। এখানকার সমুদ্র দীঘা কিংবা মন্দারমনি থেকে অনেকটাই শান্ত। যারা নিরিবিলিতে সময় কাটাতে চান জন্য তাদের জন্য সেরা ডেস্টিনেশন। একটা পরিচিত নয় বলে এখানে থাকা ও খাওয়ার খরচ তুলনামূলকভাবে কম।