পড়ুয়াদের ক্যারিয়ারের সঠিক দিকনির্দেশনা দিতে লালগোলায় ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম এসআইও’র

আসিফ রনি ও আব্দুস সামাদ, নতুন গতি: মাধ্যমিক হোক বা উচ্চমাধ্যমিক দুই পরীক্ষাতে ভালো ফলাফল করা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই নিজের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাও সমান গুরুত্বপূর্ণ।

    পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরই শিক্ষার্থী থেকে অভিভাবক সবার কপালে ভাঁজ পড়ে সঠিক পরামর্শ ও তথ্যের অভাবে। অনেক ক্ষেত্রে লক্ষ্য ঠিক থাকলেও লক্ষ্যে পৌঁছানোর সঠিক তত্ত্ব অজানা থাকে। তাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ পড়ুয়াদের ক্যারিয়ারের সঠিক দিকনির্দেশনা দিতে এসআইও লালগোলা ব্লক এর পক্ষ থেকে আয়োজিত হল ক্যারিয়ার গাইডেন্স ও কাউন্সেলিং প্রোগ্রাম।

    আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিল প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী । বিভিন্ন পেশার ক্যারিয়ার বিশেষজ্ঞরা উক্ত প্রোগামে ক্যারিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

    উপস্থিত ছিলেন লালগোলা থানার পুলিশ আধিকারিক, প্রফেসর জিয়াউর রহমান (পত্রসায়ের কলেজ,বাঁকুড়া), বি এস মামুন (রিসার্চ স্কলার, কলকাতা), মতিরুল রহমান (জঙ্গিপুর হসপিটাল) প্রমুখ।

    এই ক্যারিয়ার গাইডেন্স এবং কাউন্সেলিং প্রোগ্রামে ছাত্র-ছাত্রীদের সঠিক বিকল্পগুলি সনাক্ত করতে এবং বিভিন্ন পেশার বিকল্পগুলি অন্বেষণ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং তথ্য অর্জনে সহায়তা করবে বলে এসআইও আশা ব্যক্ত করে।