ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান সীরাতের উর্দু একাডেমিতে

সামিম আহমেদ, নতুন গতি, কোলকাতা:  রবিবার কলকাতা উর্দু একাডেমিতে সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান করে। উক্ত অনুষ্ঠানে হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ১৪ জন কৃতি ছাত্র-ছাত্রী কে আর্থিক পুরস্কার ও পুস্তক দিয়ে সংবর্ধনা করা হয়। মেয়েদের মধ্যে প্রথম কাসিরা খাতুন’কেও সংবর্ধনা করা হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, সাংসদ আহমদ হাসান ইমরান। তিনি বলেন, রাজ্যে শিক্ষা ক্ষেত্রে বিপ্লব এসেছে, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে। পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থেকে সিরাত যেভাবে কাজ করছে তার প্রশংসা করেন। বিশিষ্ট সমাজকর্মী আব্দুল কাইয়ুম বলেন, বর্তমান সমাজে মনুষ্যত্ব ও বিবেকবোধ অবলুপ্তির পথে, এমন সময় ছাত্র-ছাত্রীদের আদর্শ মানুষ হওয়া অত্যন্ত জরুরী। আরাফের কর্ণধার পীরজাদা খোবায়েব আমিন বলেন আমাদের মধ্যে সেই শিক্ষা প্রয়োজন যে শিক্ষা মানুষের কল্যাণে লাগবে।

    এছাড়াও উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামারুদ্দিন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এর সম্পাদক মাওলানা আব্দুল মাতিন সাহেব, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফরহাদ, অধ্যাপক দীপঙ্কর দত্ত, সিরাতের সম্পাদক আবু সিদ্দিক প্রমুখ।