|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: কয়লা ও গরুপাচার কাণ্ডে এবার বিনয় মিশ্রর বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। ২০ জুনের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণ করার কথা জানিয়েছে সিবিআই। জানা গিয়েছে, কয়লা ও গরু পাচারের লভ্যাংশের মোটা টাকা প্রভাবশালীদের বিদেশি অ্যাকাউন্টে পাচার হয়েছে বিনয় মিশ্রর মাধ্যমেই।
উল্লেখ্য, বিনয় মিশ্র এই মুহূর্তে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ভানুয়াতুতে ঘাঁটি গেড়েছেন। তার ভাই বিকাশ মিশ্রকে এই জোড়া মামলায় আগেই গ্রেপ্তার করেছে ইডি ও সিবিআই।