|
---|
দেবজিৎ মুখার্জি: এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় নিজের দলের কথা ঘোষণা করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। দলের নাম রেখেছেন ‘জন সূরজ’, মূল ভিত্তি ‘জনতার জন্য সুপরিষেবা’। তিনি জানালেন দলের কাজ শুরু করবেন বিহার থেকে।
একটি টুইটের মাধ্যমে তিনি জানালেন “১০ বছর ধরে চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে অনেকটা সময় পেরিয়েছে ভারতের রাজনীতি। কিন্তু সেভাবে জনতার কাছে পৌঁছতে পারেনি কেউই। গণতন্ত্রের প্রকৃত অর্থ ফুটে ওঠেনি। এবার সেই লক্ষ্য স্থির রেখেই ‘জন সূরজ’ গড়ে তুললাম আমি।”