|
---|
পালিত হল বলাকা সংঘ পাঠাগার রবীন্দ্র নজরুল জয়ন্তী
শেখ আরেফুল; তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী ২নং ব্লকের একমাত্র সরকারি পোষিত বলাকা সংঘ পাঠাগারের উদ্যোগে পালিত হল রবীন্দ্র-নজরুল জয়ন্তী। আজ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার স্থায়ী সভাপতি সুমন নারায়ন বাকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরীর বহু বিশিষ্টজন। এঁদের মধ্যে বক্তব্য রাখেন খেজুরীর প্রাক্তন বিধায়ক ড. রামচন্দ্র মণ্ডল, বিশিষ্ট রবীন্দ্র গবেষক ড. প্রবালকান্তি হাজারা, প্রাক্তন প্রধান শিক্ষক রনজিৎ দাস, বিশিষ্ট শিক্ষক অরিন্দম মাইতি প্রমুখের নাম উল্লেখ করা যায়। অতিথিদের স্বাগত জানান গ্ৰন্থাগারিক শম্ভুনাথ দাস।
অনুষ্ঠানের মধ্য দিয়ে বক্তারা তাঁদের বক্তব্যে মানুষ রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন ও সাহিত্যের নানান দিক তুলে ধরেন। সঙ্গীত পরিবেশন করেন সুজাতা ভূক্র্যা। রবীন্দ্র ও নজরুল নৃত্যে অংশগ্রহণ করেন অর্পিতা মান্না, মোম পাত্র, অভিজিৎ করন, কোয়েল করন, রুপা পাত্র প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন খেজুরী গবেষক সুদর্শন সেন। সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থার সম্পাদক আসেদ আলী খান।