|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক:পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির ভবনের শুভ উদ্বোধন ও ১১৫ তম ভারতীয় হকির জাদুগর মেজর ধ্যানচাঁদ মহাশয় এর জন্মদিন এর মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির ভবনে। সেজন্য সকাল থেকে একাডেমির জাতীয় পর্যায়ের খেলোয়াড় ,জেলা পর্যায়ের খেলোয়াড় এবং একাডেমীর খেলোয়াড়রা প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা একাডেমিক ভবনে উপস্থিত ছিল । এছাড়া ৭০ জন কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হলো জাতীয় এবং জেলার প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের।
যার শুভ উদ্বোধক হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল ও ২’নম্বর ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর শ্রদ্ধেয় চন্দন কুমার মাঝি মহাশয়। উপস্থিত ছিলেন পাথরবেড়িয়া বালিকা বিদ্যালয় এর শিক্ষিকা শ্রদ্ধেয় লক্ষ্মী টুডু মহাশযা , উপস্থিত ছিল মহিষাদল গার্লস কলেজের এর অধ্যাপক ও পূর্ব মেদিনীপুর জেলা খো খো সংস্থার সম্পাদক শ্রদ্ধেয় ডক্টর দেব প্রসাদ সাউ মহাশয়, উপস্থিত ছিলেন মহিষাদল গার্লস কলেজের এর নিউট্রেশন বিভাগের প্রধান অধ্যাপক শ্রদ্ধেয় নিরৎপল মন্ডল মহাশয়। উপস্থিত ছিল পরানচক শিক্ষা নিকেতনের শিক্ষক শ্রদ্ধেয় সঞ্জয় মাইতি মহাশয়। উপস্থিত ছিল নেহেরু যুব কেন্দ্রের ভলেন্টিয়ার্স সদস্য শ্রদ্ধেয় রাহুল দাস মহাশয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা খো খো সংস্থার সভাপতি ও পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অবনীন্দ্র নাথ দাস মহাশয়।
উদ্বোধক বক্তৃতায় শ্রদ্ধেয় চন্দন কুমার মাজী মহাশয়ের জানিয়েছেন এরকম একটি একাডেমির আমি আসতে পেরে আমার খুব ভালো লেগেছে এবং এই একাডেমি যে সমস্ত কাজকর্ম এখনো বাকি রয়েছে তা আমাদের সকলকে এগিয়ে এসে সহযোগিতা করতে হবে সেই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব তা পূরণ করার। এই এলাকায় দুটি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, রয়েছে একটি হেলথ, রয়েছে চক্ষু হাসপাতাল, তার সঙ্গে এরকম একটি একাডেমি উদ্বোধন হয় এই এলাকায় আর একটি নতুন পালক যোগ হলো আমি মনে করি। এই একাডেমির কর্মকর্তাদের এরকম একটি মহৎ কাজের জন্য আমি তাদের কর্মকান্ড কে সাধুবাদ জানাই । আমি জানি এই একাডেমী থেকে বহু ছেলেমেয়ে খেলোয়াড়রা জাতীয় দলে অনেকদিন ধরেই খেলছে বিভিন্ন রাজ্য প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা তথা হলদিয়ার নাম উজ্জ্বল করছে। তাই এই একাডেমি হলদিয়া তোথা পূর্ব মেদিনীপুর জেলার গর্ব।তারা জাতে আরো এগিয়ে যেতে পারে তার জন্য শুভকামনা রইল এবং এই একাডেমীর খেলোয়াড়রা জাতে একটি স্থায়ী মাঠ পেতে পারে তার ব্যবস্থা আমি করব বলে আশ্বাস দেন।
একাডেমির কার্যকরী সভাপতি শ্রদ্ধেয় নাড়ুগোপাল দাস বলেন একাডেমিতে প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে হওয় হলদিয়া এলাকাবাসীর ছেলেমেয়েদের প্রশিক্ষণ নিতে সুবিধা হয়। সেই সঙ্গে একাডেমির দরিদ্র খেলোয়াড়দের পড়াশোনার ক্ষেত্রে কোন অসুবিধা হলে আমরা তাদের পাশে থাকি।
একাডেমির সহ-সভাপতি দিলীপ সামন্ত জানিয়েছেন দীর্ঘদিন ধরে জাতীয় দলে বহু ছেলে মেয়ে খেলছে। জাতীয় দলে অধিনায়কত্ব করেছে এবার আমাদের লক্ষ্য একাডেমি থেকে ছেলেমেয়েরা যাতে ভারতীয় দলে খেলতে পারে।এই একাডেমী থেকে খেলা সফল খেলোয়াড়দের নাম আকতার আলী, সঞ্জিত মান্না, শেখ মুর্তজা আলী, অনন্ত কুমার ভিয়া, রবিউল ইসলাম, অভিজিৎ মান্না, মইদুল ইসলাম, কালীপদ দাস, আশরাফুল আলী।
মহিলা খেলোয়াড়দের নাম মনীষা দাস, প্রীতি কণা মন্ডল, আসুরা খাতুন, মামনি খাতুন, সঙ্গীতা মিদ্যা, জেসমিনা খাতুন, মৌমিতা জানা, অযন্তিকা গুড়িয়া।