|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুনগতি: আজ বিষ্ণুপুর আমরা করবো জয় এর ব্যবস্থাপনায় মৌসুমী মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার বিকালে বাঁকড়া জেলার জয়পুর ব্লকের রাউৎখণ্ড যাযাবর বস্তীতে যাযাবর সন্তান ও যাযাবর আপনজনের সঙ্গে কেক কেটে ও বিকালের টিফিনে মানবসেবায় বিষ্ণুপুর নিবাসী গৌতম বাগ এর জন্মদিন পালিত হয়।এবং ঐ যাযাবর পরিবার গুলিকে চাল ডাল আলু সামগ্রী দান করেন।
পরিবার পিছু চাল দশ কেজি,ডাল ৫০০গ্রাম এবং আলু এক কেজি করে তুলে দেন।
বিষ্ণুপুর আমরা করবো জয় এর এই কাজে যাযাবর পরিবার সহ এলাকার মানুষ খুব খুশী।
গৌতম বাবু জানান তিনি চান প্রত্যেক মানুষের সমান অধিকার,অন্য বস্ত্র বাসস্থান, শিক্ষা,
এদিন বিষ্ণুপুর আমরা করবো জয় এর কর্নধার মুজিবুর কাজি সেখানে নিজে উপস্থিত থেকে সকলকে শিক্ষার বিষয়ে অবগত করেন। অন্য বস্ত্র বিতরণ করেন ।
এই মহতী কাজের জন্য এলাকা বাসীরা তাদের ধন্যবাদ জানান।