মেদিনীপুর টাউন স্কুলের ১৪০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর…… বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মেদিনীপুর টাউন স্কুল (হেরিটেজ)-এর ১৪০তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। শঙ্খরবে-পুষ্পচন্দনে-প্রদীপের মাঙ্গলিক শিখায় প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বরণ করে নেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ‘বাবু কার্তিকচন্দ্র মিত্রের’ সাজে সজ্জিত শিক্ষক নিখিল কুমার পাত্র-কে। উপস্থিত ছাত্রদের করতালিতে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর প্রতিষ্ঠাতা ও শহীদ ছাত্রদের ছবি ও বেদীতে পুষ্পার্ঘ্য প্রদান করেন প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মিবৃন্দ। এরপর সারাদিন ছিল নানান কর্মসূচি। ১৪০টি প্রদীপ জ্বালানো, ১৪০টি রঙিন বেলুন ওড়ানো, কেক কাটা ও সাদা পায়রা ওড়ানোর পর বেজে ওঠে বিদ্যালয়ের থিম সং ‘আমাদের টাউন স্কুল…’।

    দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সংঘটিত হয় কার্তিকচন্দ্র মিত্র সভাগৃহে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সৌমেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন-এর প্রধান শিক্ষক স্বামী জয়েশানন্দ, ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মাধবচন্দ্র রথ, মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের সম্পাদক নিত্যানন্দ পান্ডা, বিদ্যালয় পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক সুভাষচন্দ্র কুন্ডু, ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কল্পনা মুখার্জি। স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত ও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত ড. বিবেকানন্দ চক্রবর্তী বিদ্যালয়ের ইতিহাস ও সামগ্রিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। উদ্বোধক তাঁর উদ্বোধনী বক্তব্যে বিদ্যালয়ের অতীত ও বর্তমান গৌরবের কথা বলেন তার স্বভাবসিদ্ধ সুললিত বাচনভঙ্গিতে। সম্মানিত অতিথিবৃন্দও বিদ্যালয়-এর বর্তমান সামগ্রিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অতঃপর বিদ্যালয়ের ‘দরিদ্র ভান্ডার’ থেকে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ ও হাসপাতালের রোগীদের ফল বিতরণ পর্ব সম্পন্ন হয়। কথায়-কবিতায় ও গানে বিদ্যালয় বন্দনা করেন বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ও ছাত্রবৃন্দ। অতঃপর রবীন্দ্র সংগীত পরিবেশন করে মুগ্ধতায় ভরিয়ে তোলেন অতিথি শিল্পী মৌমিতা মান্না। মেদিনীপুর শহরের দুই প্রখ্যাত নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান ‘শেষাদ্রী ডান্স একাডেমি’ ও ‘লাস্য ডান্স একাডেমি’ পরিবেশন করে অনবদ্য কোলাজে ধ্রুপদী নৃত্য-আলেখ্য। এই দুই প্রতিষ্ঠানের দুই স্বনামধন্য কর্ণধার শেষাদ্রী মিশ্র ও তপস্বিনী ভট্টাচার্য-কে সংবর্ধিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠান শ্রুতিনন্দন সঞ্চালনায় আবিষ্ট করেছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা অনন্যা পান্ডে। সবশেষে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের কোভিড প্রটোকল মেনে আগাগোড়া সমগ্র অনুষ্ঠান সম্পন্ন হয়।