|
---|
বাইজিদ মন্ডল, রায়দিঘী:- হিজরি ১২ রবিউল আউয়াল, মহা নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্মদিন। বিশ্বের সমগ্র মুসলিমদের কাছে এই দিবসটি সবিশেষ গুরুত্বপূর্ণ, মর্যাদাশীল। ঈদুল ফিতর, ঈদুল আযহার পরে পরেই ইসলাম ধর্মাবলম্বী সমস্ত মানুষের কাছে বিশ্ব নবী দিবস যথেষ্ট শ্রদ্ধার,ভক্তির, সাধনার বন্দনার দিন। প্রিয় নবীর জন্মদিবস উপলক্ষ্যে দক্ষিণ ২৪পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত কোম্পানিরঠেক সখের হাট দরবারে,ডি এন নিউজ বাংলা চ্যানেল এর কর্নধার অর্থাৎ ফুরফুরা শরীফের একনিষ্ঠ খাদেম আ: সাত্তার সাহেবের সমপূর্ণ সহযোগীতায়“পবিত্র নবী (সঃ) দিবস ২০২১” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ছেলে এবং মেয়েদের জন্য বিশেষ আকর্ষণীয় নাতে রসুল (সঃ) প্রতিযোগিতা,এবং ইসলামিক ওপেন ক্যুইজ সহ কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সঙ্গে যে সকল ইসলাম ধর্মামলম্বী মানুষদের জন্য,যাহারা এহ লোক ছেড়ে পড়ো কালে গোমন করেছে,বিশেষ করে তাদের কে উপলক্ষ করে দুয়া ও মাগফিরাতের কামনা করার উদ্দেশ্য এই সভা প্রতি বছরের মতো এবছরও করোনা বিধি মেনেই সরকারি নির্দেশ মত করা হয় বলে জানান। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা তথা ডি এন নিউজ বাংলা চ্যানেল এর কর্নধার আ:সাত্তার মির সাহেব। তিনি আরও জানায় প্রতিবছর অসহায় দুঃখ মানুষদের জন্য শীত বস্ত্র সহ শাড়ি,লুঙ্গি, জামা বিতরন করা হয়ে থাকে,এবং বিশেষ ব্যাক্তিগত কারণের জন্য এই অনুষ্ঠানটি ছোট করে করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুরফুরা শরীফের পীরজাদা তাহবিব সিদ্দিকী সাহেব,মওলানা তহিদুজ্জামান সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। বিচারক মন্ডলীর আসনে ছিলেন,হাফেজ কারী আব্দুল হাকিম সাহেব,বিশিষ্ট সংবাদিক শামীম আহমেদ সহ আরোও অন্যান্য রা। পুরস্কার বিতরণের পর সবশেষে ধর্মীয় রীতি নীতি মেনে দুয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তির ঘটার পরে আগত অতিথি মেহমান সকলের জন্য খাওয়ার ব্যাবস্থা করেন।