|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ও রাজ্যের মন্ত্রী তথা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর আদেশানুসারে। এবং মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে আজ তৃতীয় দিনে মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্দ্যোগে ও নেতড়া অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যবস্থাপনায় সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনতে নেতড়া অঞ্চলে “চলো গ্রামে যাই” কর্মসূচী অনুষ্ঠিত হয়। আর এই চলো গ্রামে যাই কর্মসূচির তৃতীয় দিনে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্যা তন্দ্রা পুরকাইত, মগরাহাট পশ্চিম ব্লক মহিলা সভানেত্রী শান্তনা মণ্ডল,সহ ব্লক নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্বগণ থেকে শুরু করে অসংখ্য মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দগণ।