|
---|
বাবলু হাসান লস্কর : ধর্ম তোমার আমার উৎসব সবার। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বিধায়িকা রহিমা মণ্ডল। আলোয় ভুবন ভরিয়ে দে মা ঘুচিয়ে দে মা যত কালো, মনের আঁধার মুছে দে মা মন আকাশে জ্বেলে আলো।
কালী পূজোর পুণ্য লগ্নে দেগঙ্গা বিধানসভার বিভিন্ন পূজা মন্ডপের শুভ সূচনা করলেন দেগঙ্গা বিধানসভার বিধায়িকা মাননীয়া রহিমা মণ্ডল মহাশয়া ও দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির ও পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বিদেশ দাদা মহাশয়।