এগারো বছর পর বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের নিখোঁজ বৃদ্ধ

নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ: হ্যাম রেডিও ও কাকদ্বীপের বামানগর ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এগারো বছর পর বাড়ি ফিরলেন বৃদ্ধ।
৬২ বছরের ওই বৃদ্ধর নাম জব্বার বেগ(৬২)। উত্তরপ্রদেশের সোলাপুর জেলার রুদ্রপুর থানা এলাকার বাসিন্দা। এগারো বছরের কাছাকাছি নিখোঁজ থাকার পর অবশেষে কাকদ্বীপ রেল স্টেশনে দেখতে পাওয়া যায় ২ ফেব্রুয়ারি বুধবার। কাকদ্বীপ বামানগর ওয়েলফেয়ার সোসাইটি নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করে। সোসাইটির সদস্যরা হ্যাম রেডিও সাথে যোগাযোগ করলে হ্যাম রেডিওর উদ্যোগে খোঁজ মিললো পরিবারের। রবিবার কাকদ্বীপ থানার অফিসে কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাকে তার পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কাকদ্বীপ বামানগর ওয়েলফেয়ার সোসাইটির এক সদস্য ওই বৃদ্ধ কে দেখতে পেয়ে উদ্ধার করে। পরে তারা চিকিৎসার জন্য কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে পাঠায়। বৃদ্ধ ছবি তুলে হ্যাম রেডিওর সাথে যোগাযোগ করলে অবশেষে বৃদ্ধর বাড়ির খোঁজ মেলে। বৃদ্ধ ওই ব্যক্তির ছেলে মন্নু বেগ জানান,বাবা আগে উত্তরপ্রদেশের গোরকপুরে রাজমিস্ত্রির কাজ করতো। সেখানে দূর্ঘটনাবশত মাথায় আঘাত লাগে পরে চিকিৎসার পর বেশ কয়েক মাস ভালো ছিল। এদিক-ওদিক চলে যেত মাথার সমস্যায় হওয়ায়। একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। স্হানীয় থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছিলাম। বাবাকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে।