চাকরির কোচিং সেন্টার আবাসিক ও অনাবাসিক পদ্ধতিতে অ্যাডাম & বেস স্টাডি সার্কেল বুনিয়াদপুর 

অ্যাডাম & বেস স্টাডি সার্কেল বুনিয়াদপুর      দক্ষিণ দিনাজপুর।

    সংবাদদাতা : মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক কিংবা স্নাতকোত্তর যেকোনো ডিগ্রী আমরা লাভ করি না কেন তা যে কোনো কাজের শুরুতে একটি যোগ্যতা মাত্র।

    যে কোনো কাজের যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে তার প্রমাণ হিসেবে কিন্তু কম্পিটিটিভ এক্সাম নেওয়া হয় থাকে। একজন কর্ম প্রার্থীর মানসিক সক্ষমতা, বিচার-বিবেচনা এবং বুদ্ধাঙ্ক নির্ণয় করা হয় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। অ্যাডাম স্টাডি সার্কেল, বুনিয়াদপুরে, ডাব্লুবিসিএস এবং অন্যান্য কম্বাইন্ড সার্ভিস পাঠদান ও প্রশিক্ষণের মাধ্যমে অনুশীলন পদ্ধতি শুরু করলো ।
    আবশিক পদ্ধতি এবং অনাবাসিক পদ্ধতি চালু রাখা হয়েছে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে ।প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ট্রেডের ব্যবস্থা থাকছে।
    এই উদ্যোগের মধ্য দিয়ে বহু উচ্চশিক্ষিত কর্মহীন, বিভ্রান্ত চাকরিপ্রার্থী ,তাদের সঠিক পথের ঠিকানা খুঁজে পাবে এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তারা কাজে লাগাবে।